, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


২৩ বছর পর লজ্জার রেকর্ড থেকে মুক্ত বাংলাদেশ

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৩ ০৭:২৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৩ ০৭:২৯:৫৫ অপরাহ্ন
২৩ বছর পর লজ্জার রেকর্ড থেকে মুক্ত বাংলাদেশ
আজ এশিয়া কাপের ১৬তম আসরের ফাইনালে মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার পেস তোপে এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে এশিয়া কাপের লজ্জার রেকর্ড থেকে মুক্তি মিলেছে বাংলাদেশের। এর আগে এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ডটি বাংলাদেশের ছিল।

গত ২০০০ সালের সে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রান অলআউট হয়ে যায় জাভেদ ওমর বেলিম, হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, আমিনুল ইসলাম বুলবুল ও আকরাম খানদের সম্বনয়ে গড়া বাংলাদেশ দল। ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে ৬২ রানে পরাজিত হওয়ার পর সেবার এশিয়া কাপে খেলতে বাংলাদেশে আসে পাকিস্তান।

টস জিতে পাকিস্তান অধিনায়ক মঈন খান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ইমরান নাজির, মোহাম্মদ ইউসুফ, ইনজামাম উল হকের হাফ সেঞ্চুরি ও শহীদ আফ্রিদির ২৯ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৮৭ রানে অলআউট হয়।

পাক পেসার আব্দুল রাজ্জাক ৩টি, আজহার মাহমুদ ২টি, ওয়াসিম, মোহাম্মদ আকরাম ও আরশাদ খান একটি করে উইকেট লাভ করেন। ২০০০ সালের পর আজকের ম্যাচে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে সেই লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলো শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কা তাদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড থেকে বেঁচে গেছে।

এর আগে তাদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ডটি ৪৩ রানে। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ রেকর্ড গড়ে লঙ্কানরা। তবে আজকের রেকর্ডটি শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন ওয়ানডে স্কোর। এর আগে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ছিল ৫৫ রান। যেটি ১৯৮৫ সালে শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ডটি গড়েছিল। 
সর্বশেষ সংবাদ