এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন সৌম্য সরকার। সিরিজ শুরুর আগে নিজেকে প্রমাণ করার দারুণ একটি সুযোগ পেলেন তিনি। চট্টগ্রামে এশিয়ান গেমস স্কোয়াড এবং বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের প্রথম ম্যাচেই গোল্ডেন ডাক মারলেন সৌম্য সরকার। তার দলও বাংলাদেশ টাইগার্সও হেরে গেছে এশিয়া গেমসের দলের কাছে।
এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে এশিয়ান গেমস স্কোয়াডের কাছে ২০ রানে হেরেছে বাংলাদেশ টাইগার্স। আগেরদিনই নিউজিল্যান্ড সিরিজের দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। গোল্ডেন ডাক মারলেও বল হাতে ২ উইকেট পেয়েছেন সৌম্য। আগে ব্যাট করতে নেমে এশিয়ান গেমস স্কোয়াড ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৭ রান।
জবাবে জবাবে ৮ উইকেটে ১৪৭ রানে থেমে যায় বাংলাদেশ টাইগার্স। এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে ২৩ বলে ৩২ রান করেন ওপেনার জাকির হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১২ বলে অপরাজিত ৩৩ রান করেন ৯ নম্বরে নামা রিশাদ হোসেন। ২৩ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন ইয়াসির আলি রাব্বি। ২১ বলে ২২ রান করেন শাহাদাত হোসেন দিপু।
এদিকে বাংলাদেশ টাইগার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার এনামুল হক। ২৬ রানে ২ উইকেট নেন সৌম্য সরকার। জবাব দিতে নেমে সৌম্য ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। ব্যর্থ হন আরেক ওপেনার রনি তালুকদারও (১০)। ৩ নম্বরে নেমে মুমিনুল হক করতে পেরেছেন ৮ রান। তবে ৪ ও ৫ নম্বরে নেমে রানের দেখা পান ইরফান শুক্কুর ও নুরুল হাসান সোহান।
শুক্কুরের ব্যাটে ৩৭ বলে ৩৫ রান। সোহান খেলেছেন ৩৮ বলে ৪৮ রানের ইনিংস। এরপর আর কেউ দাঁড়াতে পারেনি। যার ফলে ২০ রানে হেরেছে বাংলাদেশ টাইগার্স। এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিপন মন্ডল।