, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এটা খালার বাড়ি নয় যে ভারত আরামে এশিয়া কাপ ফাইনাল জিতে যাবে: শোয়েব

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৩ ০২:২৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৩ ০২:২৬:২৭ অপরাহ্ন
এটা খালার বাড়ি নয় যে ভারত আরামে এশিয়া কাপ ফাইনাল জিতে যাবে: শোয়েব
আজ এশিয়া কাপের ফাইনাল। লড়বে ভারত ও শ্রীলঙ্কা। চমক জাগিয়ে গতবার ফাইনালে ওঠা শ্রীলঙ্কা এবারও বেশ দুর্দান্ত খেলছে। আর তাতেই কপাল পুড়েছে পাকিস্তান আর বাংলাদেশের। বিশেষ করে পাকিস্তানের, কিছুদিন আগেও ওয়ানডে র‍্যাংকিংয়ের এক নম্বর দল ছিল যে তারা! এশিয়া কাপের ফাইনালে কখনও ভারত-পাকিস্তান মুখোমুখি হয়নি, এবার হওয়ার বেশ ভালো সম্ভাবনা ছিল। কিন্তু সে ‘পরিকল্পনা’ ভেস্তে গেছে শ্রীলঙ্কার দাপটে।

আর তাই ফাইনালে সহ-স্বাগতিকদের হেলাফেলা করলে ভারতকে পস্তাতে হবে, এমনটাই মনে করছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। একই সঙ্গে বাংলাদেশের কাছে ভারতের হারকে ‘লজ্জাজনক’ হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি, ‘আমরা কখনও ভাবিনি যে ভারত বাংলাদেশের কাছে হেরে বসবে। কিন্তু তারা হেরেছে। খুবই লজ্জাজনক হার ছিল সেটা। পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছে এশিয়া কাপ থেকে, এটা আরও বড় লজ্জার।’

এদিকে শ্রীলঙ্কাকে হেসে খেলে হারানো যাবে, ভারত যদি এমনটা মনে করে তাহলে ভুল করবে বলে মনে করছেন শোয়েব, ‘ভারতের এখনও সব কিছু হারিয়ে যায় নি। বাংলাদেশের বিপক্ষে তাদের পরাজয়টা আড়মোড়া দিয়ে ঘুম ভাঙার উপলক্ষ হিসেবে কাজ করেছে। তারা এখন আরও ভালোভাবে খেলবে আর চেষ্টা করবে ফাইনাল জেতার। তবে এটা তখনই হবে যদি তারা অনেক ভালো খেলে। কারণ, এটা খালার বাড়ি নয় যে ভারত আরামসে এশিয়া কাপ ফাইনাল জিতে যাবে।’

এদিকে সুপার ফোর পর্বেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেখানে অবশ্য শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়েছিল ভারত।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান