, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পূর্বের স্থানেই ব্যবসায়ীরা দোকান পাবে: নানক

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৩ ০২:১৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৩ ০২:১৮:১২ অপরাহ্ন
পূর্বের স্থানেই ব্যবসায়ীরা দোকান পাবে: নানক
সাইফুল্লাহ, মোহাম্মদপুর থেকে: যার দোকান যেখানে ছিল তাঁর দোকান সেখানে থাকবে। কবে ভবন হবে, সে আশায় বসে থেকে সময় নষ্ট করা যাবে না। ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি আর বাড়াতে দেয়া যাবে না। আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের একথা বলেন। 

তিনি আগুনের সূত্রপাত ও কারণ খুঁজে বের করে ব্যবস্থা নেয়ার কথাও জানান। কেউ যদি এটার সাথে যুক্ত থাকে তাহলে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এ বিষয়ে কাওকে ছাড় দেয়া হবে না। নানক বলেন, এটি মোহাম্মদপুর নিন্ম-মধ্যবিত্ত আয়ের মানুষের একটি নির্ভরযোগ্য মার্কেট। আমার মেয়ে ও স্ত্রী এখান থেকে মার্কেট করে থাকে৷ মার্কেটটি আজ এ অবস্থা হওয়ায় শুধুমাত্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় নি, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি বলবো যতদ্রুত সম্ভব এই মার্কেটটিকে ব্যবসায়ী ও ক্রেতাদের উপযোগী করে দেয়া হবে।

যখন আগুন লেগেছিল তখন জাহাঙ্গীর কবির নানক পবিত্র ওমরা পালন করছিলাম৷ সেখান থেকে ভিডিওর মাধ্যমে আগুনের ভিডিও দেখছি। তিনি বলেন, আমি মেয়র সাহেবকে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

মার্কেটের অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫ সদস্যের একটি তদন্ত কমিটি। ঢাকা উত্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শরীফ উদ্দীনকে আহবায়ক ও  সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃ মুজাহিদ আল সাফিদকে সদস্য-সচিব করে বৃহস্পতিবার এ তদন্ত কমিটি করা হয়। ৭ কর্ম-দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর এই আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ দল। সকাল ৯টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান