, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেসিকে ছাড়া খেলতে নেমে ৫-২ গোলে হারল মিয়ামি

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৩ ১০:৪৫:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৩ ১০:৪৫:১৮ পূর্বাহ্ন
মেসিকে ছাড়া খেলতে নেমে ৫-২ গোলে হারল মিয়ামি
এবার আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে অবশ্য মাঠে নামানো হয়নি বিশ্বজয়ীকে। মেসিকে ছাড়া খেলতে নেমে দল দেখেছে হারের মুখ। আটলান্টার বিপক্ষে ৫-২ গোলের বড় হার নিয়ে মাঠ ছেড়েছে টাটা মার্টিনোর দল। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শনিবার মধ্যরাতে মুখোমুখি হয় আটলান্টা ও মিয়ামি।

এদিকে নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নেমে লিওনার্দো ক্যাম্পানা জোড়া পেলেও শেষপর্যন্ত হার সঙ্গী হয়েছে টানা জিততে থাকা দলটির। মেসি ক্লাবে যোগ দেয়ার পর গত দুমাসে ১২ ম্যাচের মধ্যে এটি ইন্টার মিয়ামির প্রথম হার। ম্যাচের ২৫ মিনিটে ইকুয়েডর ফরোয়ার্ড ক্যাম্পানার গোলে এগিয়ে যায় মিয়ামি।

ত্রিস্তান মুয়ুম্বা আটলান্টাকে সমতায় ফেরানোর পর মিয়ামির কামাল মিলার নিজেদের জালে বড় জড়ালে এগিয়ে যায় স্বাগতিক আটলান্টা। এরপর ব্রুকস লেননের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধে আটলান্টার পক্ষে জিওর্জস গিয়াকউমাকিস ও টাইলর ওলফ আরও দুটি গোল করেন। মিয়ামির হয়ে এই অর্ধে ব্যবধান কমান প্রথম গোলটি করা ক্যাম্পানা।

টানা ম্যাচ খেলে বেশ ক্লান্ত ৩৬ বর্ষী মেসি। যে কারণে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন মাঠের বাইরে। সেসময় মেসির চোট নিয়ে শঙ্কা দেখা দিলেও বিশ্বচ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি তা উড়িয়ে দেন। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ৯৪২ ফুট উচ্চতার মাঠে হওয়ার কারণে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

এমন জানিয়ে সেই ম্যাচে মেসিকে স্কোয়াডে রাখা না হলেও ক্লাবে ফেরার পরও আটলান্টার বিপক্ষে মেসি মাঠে নামেননি। তাই চোট নিয়ে আবারও দেখা দিয়েছে শঙ্কা। চলতি মৌসুমে লিগে মিয়ামির এটি ১৫তম হার। এখন পর্যন্ত ২৭ ম্যাচে মাত্র ৮টিতে জয় পেয়েছে মেসির দল। ৪ ম্যাচে করেছে ড্র। তাতে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে ১৪ নম্বরে আছে মিয়ামি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস