, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কেজিতে আরও ১৬ টাকা বাড়ছে চিনির দাম

  • আপলোড সময় : ১০-০৫-২০২৩ ০৬:০২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৩ ০৬:০২:৫৪ অপরাহ্ন
কেজিতে আরও ১৬ টাকা বাড়ছে  চিনির দাম
 এবার বাজারে খোলা ও প্যাকেটজাত চিনির দাম ১৬ টাকা করে বৃদ্ধি করছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিকেজি খোলা চিনির দাম ঠিক করা হয়েছে ১২০ টাকা আর প্যাকেটজাত চিনি কিনতে হবে ১২৫ টাকায়। আগে প্রতিকেজি খোলা চিনির দাম ছিলো ১০৪ টাকায় আর প্যাকেটজাত ১০৯ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য ও ডলারের দাম বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সচিবালয়ে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাণিজ্য সচিব বলেন, ‘আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম ও ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় চিনির আমদানি কমেছে। গত কয়েকদিন আগে বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে দাম সমন্বয় করার অনুরোধ জানালে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনকে এব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়।

তিনি আরও বলেন, ‘এরপর ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী খোলা চিনি প্রতি কেজি ১২০ টাকা ও প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দামে চিনি বিক্রয়ের জন্য বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশনকে মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে তারা আমাদেরকে এবিষয়ে এখনো কিছু জানায়নি।’

দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চিনি আমদানিতে শুল্কছাড়ের মেয়াদ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেয়া হবে বলেও জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ‘চিনির জন্য শুল্কছাড় এখনো বলবৎ রয়েছে। এটা ৩১ মে শেষ হবে। চিনির জন্য শুল্কছার অব্যাহত রাখার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে চিঠি পাঠাবো। যেহেতু চিনির দাম বৃদ্ধি পেয়েছে এজন্য আমরা শুল্কহার আরোও কমানোর জন্য সুপারিশ করবো।

তিনি বলেন, ‘যখনই কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকে না তখনই আমরা এনবিআরকে শুল্কহার কমানোর জন্য অনুরোধ জানাই। তারা কখনো কমায় আবার সম্ভব না হলে কমাতে পারেন না। ট্যারিফ নির্ধারণ আসলে জাতীয় রাজস্ব বোর্ডের কাজ। সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে তারা ট্যারিফের বিষয়ে সিদ্ধান্ত নেয়।’
 
 
১৮০০ বছর পর তুরস্কের প্রাচীন কেস্ট্রোস ফোয়ারা চালু

১৮০০ বছর পর তুরস্কের প্রাচীন কেস্ট্রোস ফোয়ারা চালু