এবার এমএলএসের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি। ম্যাচটা হচ্ছে আটলান্টার মাঠ মার্সিডিজ-বেঞ্জ অ্যারিনাতে। যে মাঠের ধারণক্ষমতা প্রায় ৭৩ হাজারের মতো। এমন এক মাঠে লিওনেল মেসি খেলতে আসবেন, স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত ছিলেন আটলান্টার সমর্থকসহ এমএলএস ভক্তরা। আগে থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছিল চড়া দামে।
৬৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছিল নিমেষেই, শুধু মেসিকে এক ঝলক দেখার আশায়। এ উপলক্ষে টিকিটের দামও চড়িয়ে দিয়েছিল আটলান্টা কর্তৃপক্ষ, সর্বনিম্ন টিকিটের দাম ছিল ১২৫ ডলার, বাংলাদেশি হিসেবে যা প্রায় ১৩ হাজার ৭০০ টাকার সমান। এত আয়োজন, এত প্রস্তুতি যাকে ঘিরে, শেষমেশ দেখা গেল সে লিওনেল মেসিই আসছেন না আটলান্টায়!
মেসিকে ছাড়াই আগামীকাল মাঠে নামবে ইন্টার মায়ামি। খবরটা দিয়েছেন ইএসপিএন ও ফক্স স্পোর্টসের আর্জেন্টাইন সাংবাদিক ফেদেরিকো বুয়েনো। তবে কোনো চোটে পড়েননি মেসি। এমনিই বিশ্রাম দেওয়া হচ্ছে তাঁকে। স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে আগের ম্যাচটাতেও দেখা যায়নি মেসিকে। মেসিকে ছাড়াই ৩-২ গোলে সে ম্যাচটা জেতে ইন্টার মায়ামি।