, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পুলিশ তো ফেরেশতা না, তারা সব পারবে না, আমাদের জাগতে হবে: শামীম ওসমান

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৩ ০৬:১৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৩ ০৬:১৫:৩২ অপরাহ্ন
পুলিশ তো ফেরেশতা না, তারা সব পারবে না, আমাদের জাগতে হবে: শামীম ওসমান
আজ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমরা সবাই আশায় থাকি পুলিশ সবকিছু করে দেবে। কিন্তু পুলিশ তো ফেরেশতা না, তারা সব পারবে না। আমাদের জাগতে হবে। আজ শনিবার ১৬ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
এ সময় শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে সবমিলিয়ে ১৮০০ কিংবা ২২০০ পুলিশ আছে। কিন্তু লজিস্টিক সাপোর্ট সেভাবে নেই। ১৮০০ পুলিশ দিয়ে যদি আমরা মনে করি সব সমস্যার সমাধান হবে; উনারা তো ফেরেশতা না। তারা তো পারবে না। আমাদের ঘুম থেকে উঠতে হবে। আমাদের জাগতে হবে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা মানুষের জন্য কাজ করেন। দেশ এগিয়ে যাচ্ছে আপনাদের জন্য। সারা পৃথিবীতে আমাদের সম্মান বৃদ্ধি পেয়েছে জাতির পিতার কন্যার নেতৃত্বে এটা সবাই বোঝে। আমাদের অনেক উন্নয়ন কাজ হচ্ছে। এত উন্নয়ন হওয়ার পরেও আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না।
 
তিনি বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না। তিনি বাংলাদেশের মানুষের সম্পদ। আমরা একটা অকৃতজ্ঞ জাতি। আমরা তার পরিবারের সবাইকে হত্যা করেছি। বঙ্গবন্ধু থাকলে আজ বাংলাদেশ জাপানের চেয়ে অনেক এগিয়ে যেত। এই দেশে কী হতে যাচ্ছে আপনারা ভালো করেই বোঝেন। প্রধানমন্ত্রী বলেছেন কারা কি চাচ্ছে। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস