, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


যাত্রীদের ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে বিমানবন্দরের দুই কর্মী ধরা

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৩ ০৫:৩০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৩ ০৫:৩০:৫০ অপরাহ্ন
যাত্রীদের ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে বিমানবন্দরের দুই কর্মী ধরা
এবার যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) এর দু’জন কর্মী যাত্রীদের ব্যাগ থেকে টাকাসহ অন্যান্য জিনিস চুরি করার সময় সিসি ক্যামেরায় ধরা পড়া একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে।

এদিকে এনডিটিভি জানিয়েছে, চলতি বছরের ২৯ জুন যাত্রীদের লাগেজ থেকে কমপক্ষে ৬০০ মার্কিন ডলার বা প্রায় ৬৫ হাজার টাকা এবং অন্যান্য জিনিস চুরির অভিযোগে ২০ বছর বয়সী জোসু গঞ্জালেজ এবং ৩৩ বছর বয়সী ল্যাবারিয়াস উইলিয়ামস নামক ২ জন বিমানবন্দর কর্মীকে গ্রেপ্তার করা হয়।
 
সেই চুরিরই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, কর্মীরা এক্স-রে মেশিনে যাওয়ার পথে মানিব্যাগ এবং পার্স থেকে টাকা নেওয়ার জন্য একসাথে কাজ করছে। ফুটেজে একজন অফিসারকে মানিব্যাগের ভিতর হাত ঢুকিয়ে নিজের পকেটে টাকা ঢুকাতে দেখা যায়। অভিযুক্তরা যাত্রীদের কাছ থেকে একাধিক চুরির কথা স্বীকার করেছেন।

একসঙ্গে কাজ করার সময় দৈনিক গড়ে প্রায় ১ হাজার ডলার বা ১ লাখ টাকা চুরি করার কথা স্বীকার করেছেন তারা। টিএসএ এর তদন্ত এবং প্রশাসনিক পদক্ষেপগুলো শেষ না হওয়া পর্যন্ত স্ক্রিনিং এর দায়িত্ব থেকে অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে।
 
এদিকে টিএসএ জানায়, আমরা অসদাচরণের অভিযোগগুলো তদন্ত করে মিয়ামি পুলিশের কাছে আমাদের ফলাফল উপস্থাপন করেছি এবং তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি৷ যে কোন কর্মচারী আমাদের মৌলিক নৈতিক মান পূরণ করতে ব্যর্থ হলে তাকে তার জবাবদিহি করতে হবে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস