, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের শক্তিশালী দল

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৩ ০৩:২৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৩ ০৩:২৫:০৩ অপরাহ্ন
নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের শক্তিশালী দল
চলতি এশিয়া কাপ মিশন শেষ করে ইতোমধ্যেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ শনিবার ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগাররা।। এবারের আসরে ছয় ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে টাইগারারা। এশিয়া কাপ শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই সাকিবদের। দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে টাইগারদের। 
 
এদিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামী বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। সিরিজের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়। ২১ সেপ্টেম্বরের পর সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শনিবার ২৩ সেপ্টেম্বর) ও তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর মাঠে নামবে টাইগাররা।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার বিশ্রামে থাকার আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্রামে থাকা ক্রিকেটারদের তালিকায় থাকতে পারেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

এদিকে অভিজ্ঞ ক্রিকেটার অনেকেই বিশ্রামে থাকায় নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে আসবে ব্যাপক পরিবর্তন।  কিউইদের বিপক্ষে সেই সিরিজে সুযোগ পেতে পারেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া দলের পেস বোলিং লাইনআপেও আসবে একাধিক পরিবর্তন। 

নিউজিল্যান্ড সিরিজের জন্য সম্ভাব্য বাংলাদেশ দল : তামিম ইকবাল, লিটন দাস, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদি, খালেদ আহমেদ, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান। 
সর্বশেষ সংবাদ