চলতি এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারলেও ভারতের বিপক্ষে জয়ে স্বস্তি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গতকাল শুক্রবার ১৫ সেপ্টেম্বর সাকিব আল হাসান বাহিনীর কাছে ৬ রানে হেরেছে টিম ইন্ডিয়া। ভারতের এই হারে নাকি শান্তি পাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। এশিয়া কাপের ফাইনালে খেলার আশা নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও সুপার ফোর থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান।
টুর্নামেন্টে দুবার টিম ইন্ডিয়ার মুখোমুখি হলেও একবারও রোহিত শর্মাদের হারাতে পারেনি তারা। সেই ভারতকে মাটিতে নামিয়েছে বাংলাদেশ। আর বিষয়টিকে নিজের জন্য স্বস্তি হিসেবে দেখছেন শোয়েব। এদিকে নিজের ইউটিউট চ্যানেলে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, ভারত ম্যাচটা হেরে গেছে। লজ্জাজনক হার। আমরা খুব বেশি সমালোচনা করতে পারি না। লোকজন পাকিস্তানের সমালোচনা করছে। বলছে, পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে মার খেয়েছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো দল। বাংলাদেশও খারাপ দল নয়, ওরাও ভালো দল।
এ সময় শোয়েব যোগ করেন, বাংলাদেশও আন্তর্জাতিক ক্রিকেট খেলে। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল। ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।
এদিকে ভারতকে হারানোয় বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন শোয়েব। তিনি বলেন, ভারত এত বড় দল, কিন্তু বাংলাদেশের কাছে হারল। তারা কিন্তু ভালো খেলেছে, অথচ শুভমানের সেঞ্চুরিও কাজে এলো না। শেষ পর্যন্ত বাংলাদেশকে কৃতিত্ব দিতে হয়। তারা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে আমরাও আছি।