, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপে বাংলাদেশ ভয়ঙ্কর দল হবে: সাকিব 

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৩ ১২:৪৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৩ ১২:৪৮:২৪ অপরাহ্ন
বিশ্বকাপে বাংলাদেশ ভয়ঙ্কর দল হবে: সাকিব 
গতকাল ভারতকে হারানোর আগে এবারের এশিয়া কাপে বলার মতো কিছুই করতে পারেনি বাংলাদেশ। নিজেদের প্রথম চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স তাই কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিচ্ছিলো। বাংলাদেশের অধিনায়ক একদিন আগে জানিয়েছিলেন, এশিয়া কাপের পারফরম্যান্স বিশ্বকাপে প্রভাব ফেলতেও পারে আবার নাও পারে। তবে ভারতকে হারিয়ে খানিকটা হুঙ্কার দিয়ে রাখছেন সাকিব।

অভিজ্ঞ এই অলরাউন্ডারের মতে, বিশ্বকাপে ভয়ঙ্কর দল হবে বাংলাদেশ। চোটের কারণে এবারের এশিয়া কাপ খেলতে পারেননি ইবাদত হোসেন। কয়েক মাসের জন্য ছিটকে যাওয়ায় খেলা হবে না ভারত বিশ্বকাপেও। জ্বরের কারণে দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছেন লিটন দাস। ফলে সেরা কম্বিনেশন খুঁজে পেতে খানিকটা বেগই পেতে হয়েছে বাংলাদেশ। যা চোখে পড়েছে মাঠের খেলায়ও। এমন দল নিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে না পারলেও ভারতের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ।

২৬৫ রানের পুঁজি নিয়ে দুর্দান্ত বোলিংয়ে ৬ রানে হারিয়ে দিয়েছে সাকিবের দল। এমন পারফরম্যান্সের পর দল নিয়ে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশর অধিনায়ক। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি মনে করি, আমাদের খুব ভালো একটি দল আছে। এশিয়া কাপে চলাকালে অনেক চোট সমস্যা দেখা গেছে। অনেক খেলোয়াড় দলে ঢুকেছে, আবার বেরিয়ে গেছে যা আমাদের মোটেও সাহায্য করেনি। তবে আশা করছি, যদি সবাই পুরো ফিট থাকে, তাহলে বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর একটি দল হব।’

এবারের এশিয়া কাপে নিজের চাওয়া মতো পারফর্ম করতে পারেননি । পাঁচ ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। বল হাতে সাকিব যতটা ক্ষুরধার থাকেন সেটা পরিলক্ষিত হয়েছে কমই। তবে ভারতের বিপক্ষে নিজের সেরাটা ক্রিকেটই খেলেছেন সাকিব। ব্যাটিংয়ে ৮০ রান করা এই ক্রিকেটার বোলিংয়ে ৪৩ রানে নিয়েছেন এক উইকেট।

সাকিব বলেন, ‘আমি এই এশিয়া কাপে তেমন ভালো ব্যাটিং করিনি। আজ যখন আমি আগেভাগে ক্রিজে গিয়েছিলাম, আমি ভেবেছি যে আমার হাতে অনেক সময় আছে ব্যাটিংয়ের জন্য। প্রথম বাউন্ডারিটি মারার সঙ্গে সঙ্গে আমি ভালো অনুভব করতে থাকি। তখন থেকে আমার মনে হয়, আমি ভালো ব্যাটিং করেছি। এটা একটা চ্যালেঞ্জিং উইকেট ছিল। বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটিং করা অবশ্য সহজ হয়ে পড়ে। তবে স্পিনের বিপক্ষে খেলাটা কঠিন ছিল।’
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী