, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তানজিম সাকিবে কাঁপছে ভারত

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৩ ০৮:৪৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৩ ০৮:৪৬:২৫ অপরাহ্ন
তানজিম সাকিবে কাঁপছে ভারত
আজ অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন। কিন্তু যে আত্মবিশ্বাস নিয়ে বল করছেন, তা দেখে কে বলবে আজই অভিষেক ম্যাচ তানজিম হাসান সাকিবের? তাও আবার ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে? ভারতের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করেছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বেশ অস্বস্তিতেই আছে ভারত। আর তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ডানহাতি এই পেসারের।

প্রথম ৩ বলে দুটো ওয়াইড দেওয়া এই পেসার দুর্দান্তভাবে ফিরে এসে প্রথম ওভারেই তুলে নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। তানজিমের লেংথ বলে ড্রাইভ করতে গিয়ে কাভার পয়েন্টে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিয়েছেন ভারতের অধ্নিয়ায়ক। নিজের প্রথম ওয়ানডে উইকেট হিসেবে 'শিকার'টা নিতান্তই খারাপ নয়!

তানজিমের পরের শিকার তিলক ভার্মা, তানজিমের মতই আজ ওয়ানডে অভিষেক হয়েছে যার। কিন্তু তানজিমের বলের লেংথ না বুঝে ছাড়তে গিয়েছিলেন, সেটাই কাল হয়েছে। অফ স্টাম্পে লেগেছে সে বল। এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেখা হয়েছিল দুজনের। সেখানেও তিলককে আউট করেছিলেন তানজিম সাকিব। তিন বছর পরও নিজের ভাগ্যে বদল আনতে পারলেন না এই বাঁহাতি ব্যাটসম্যান।

লোকেশ রাহুলকেও 'প্রায়' আউট করেই ফেলেছিলেন তানজিম সাকিব। কিন্তু রাহুলের ব্যাট মিস করে প্যাডে লাগা বলটা উইকেটে আঘাত হানত না, দেখিয়েছে বল ট্র্যাকার। তাই রিভিউ নিয়েও কাজ হয়নি বাংলাদেশের। উইকেটে এখন আছেন শুভমান গিল (২৬ বলে ১৯) ও রাহুল (২৩ বলে ১১)। ১৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬৫ রান।
সর্বশেষ সংবাদ