, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ডেঙ্গু আক্রান্ত হয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৩ ০৫:৫৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৩ ০৫:৫৫:০৪ অপরাহ্ন
ডেঙ্গু আক্রান্ত হয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিহাব মোল্লা (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিহাব বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কে সি সালদাইড় উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও সালদাইড় উত্তর পাড়া গ্রামের শরিফুল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে শিহাব জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয়ভাবে দাতব্য চিকিৎসা নিলেও তার জ্বর কমেনি। পরে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করে। পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসে। অবস্থা গুরুতর হলে তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনা সত্যতা নিশ্চিত করে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন জানান, কয়েকদিন হলো জ্বর ছিল শিহাবের। আজ সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া