, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশ-ভারত ম্যাচ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৩ ০২:২৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৩ ০২:২৪:৪৮ অপরাহ্ন
বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশ-ভারত ম্যাচ
চলতি এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরের শেষ ম্যাচে আজ শুক্রবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে ভারত ও শ্রীলঙ্কা। তাই এটি শুধুমাত্র একটি নিয়মরক্ষার ম্যাচ হতে চলেছে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত সুপার ফোরে দুটি ম্যাচ জিতেছে এবং তারা ফাইনালে পৌঁছে গেছে। যেখানে বাংলাদেশ এখনও পর্যন্ত সুপার-৪-এ জয়ের স্বাদ পায়নি।

সুপার ফোরের শেষ ম্যাচে ভারত জয়ের হ্যাটট্রিক করতে চাইবে। রোহিতের নজর থাকবে জয়ের দিকে, আর বাংলাদেশ সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ জিতে যাত্রা শেষ করতে চাইবে।  তবে এর মাঝেই ভারত বনাম বাংলাদেশ ম্যাচের আকাশে খারাপ আবহাওয়ার কালো ছায়া ঘুরছে। বৃষ্টিতে ভেসে যেতে পারে এই ম্যাচ। ফলে দুই দলের খেলোয়াড়সহ ভক্তদের আশাও ভেঙে যেতে পারে।

আসুন জেনে নেওয়া যাক ভারত-বাংলাদেশ ম্যাচের সময়ে কলম্বোর আবহাওয়া কেমন থাকবে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়, শ্রীলঙ্কায় তখন স্থানীয় সময় বিকাল ৩টা। এদিন কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৮ শতাংশ।

আকুওয়েদারের প্রতিবেদন অনুযায়ী, ভারত-বাংলাদেশ ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা বৃষ্টির প্রভাব পড়তে পারে। কলম্বোর স্থানীয় সময় বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এই কারণে ম্যাচটি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে এর পর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। ফলে পরের দিকে ম্যাচটি মাঠে গড়াতে কোনও অসুবিধা হবে না বলেই বিশেষজ্ঞরা মনে করেন। 

এদিকে আকুওয়েদারের প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত হতে একটু বেশি সময় লাগতে পারে, তবে ভক্তরা ওভার কমানো ছাড়াই ম্যাচটি দেখতে পাবেন। অর্থাৎ পুরো ৫০ ওভারের ম্যাচ দেখা যেতে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে।
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী