, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিয়ের আসর থেকে ১০ ভরি স্বর্ণালংকার চুরি

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৩ ১২:০৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৩ ১২:০৪:৪৬ অপরাহ্ন
বিয়ের আসর থেকে ১০ ভরি স্বর্ণালংকার চুরি প্রতীকী ছবি
চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় সুইচ পার্ক কমিউনিটি সেন্টারে বিয়ের আসর থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় বর ও কনে পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরস্পর পরস্পরকে দোষারোপ করেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঠাকুরদিঘী এলাকার আরিফুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদুর পাড়ার নাছরিন সুলতানা রেশমির বিয়ের অনুষ্ঠান চলছিল। বিকেলে কমিউনিটি সেন্টারে বরের গাড়ি আসে। সঙ্গে নিয়ে এসেছিল কনের জন্য স্বর্ণালংকার। বর পক্ষের লোকজন একটি শপিং ব্যাগে থাকা স্বর্ণালংকার কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় গিয়ে কনে পক্ষকে হস্তান্তর করেন। এর পরপরই কমিউনিটি সেন্টারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সুযোগে কে বা কারা কৌশলে স্বর্ণালংকরের ব্যাগটি চুরি করে নিয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সিসিটিভি ক্যামেরাও বন্ধ হয়ে যায়। তাই সিসিটিভিতে চুরির দৃশ্য ধরা পড়েনি।

খবর পেয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম ও পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে, লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মহিউদ্দিন জানান, চুরির ঘটনায় বরপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান