, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গলাচিপায় বটি দিয়ে গলাকেটে আত্মহত্যা

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৩ ১১:১৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৩ ১১:১৮:০৩ পূর্বাহ্ন
গলাচিপায় বটি দিয়ে গলাকেটে আত্মহত্যা
গলাচিপা থেকে: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ৬ নং ডাকুয়া ইউনিয়নে  আবু বক্কর মুন্সী  (৪৭)নামের এক ব্যক্তি নিজের গলায়  কেটে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর)  রাত আনুমানিক ৬ টা ৩০ মিনিটের  সময় ডাকুয়া শশুর বাড়িতে বসে নিজের গলাকেটে আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শোনিত কুমার গায়েন।  মৃত ব্যক্তি একই উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া (সোমবারিয়া বাজার) এর আব্দুল মুন্সির ছেলে আবু বকর মুন্সি (৪৭)। 

ঘটনা সূত্র জানা যায়,শ্বশুর বাড়ি ডাকুয়া ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় স্ত্রীর বড় ভাইয়ের বসতবাড়িতে কেউ না থাকার সুবাদে বটি দিয়ে নিজের গলায় আঘাত করে। পরবর্তীতে ওই বাসার দুটি বাচ্চা এসে তার হাতে বটি এবং গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন তাঁকে  উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং কিছুক্ষণ মধ্যে তিনি মারা যান।

মৃতের আত্মীয়স্বজন ও স্থানীয় সূত্র জানায়,  মৃত আবু বকর (৪৭) মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিভিন্ন সময়ে তিনি আত্মহত্যার চেষ্টা করে। এবং গত ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তিনি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসা শেষে তিনি গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে তাঁর সম্বন্ধী বাড়ি (স্ত্রীর বড়ভাই) বেড়াতে যায়। ঘটনার সময় বাড়ির লোকজন পাশের বাড়িতে গেলে তিনি ঘরে থাকা বটি দিয়ে নিজের গলায় আঘাত করে গুরুতর জখম করে। 

মুমূর্ষু অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয় যার নম্বর: ৭৩/২৩। গলাচিপা থানার অফিসার ইনচার্জ জনাব শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই