, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চট্টগ্রামে কনটেইনারচাপায় দুই রিকশা আরোহী নিহত

  • আপলোড সময় : ১০-০৫-২০২৩ ০৩:২৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৩ ০৩:২৯:০২ অপরাহ্ন
চট্টগ্রামে কনটেইনারচাপায় দুই রিকশা আরোহী নিহত
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা খালপাড় এলাকায় চলন্ত লরি থেকে কনটেইনার ছিটকে পাশে থাকা রিকশার ওপর পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রিকশাচালক। নগরীর পতেঙ্গা খালপাড় এলাকায় আজ দুপুর পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিদের নাম, পরিচয় পাওয়া যায়নি। 

বুধবার (১০ মে) ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এ কে এম রায়হানুল আশরাফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি রিকশার ডানপাশে ছিল, হঠাৎ কন্টেইনারটি রিকশার ওপর পড়ে যায়। দুটি যানই চলন্ত ছিল।

এ কে এম রায়হানুল আশরাফ হোসেন জানান, এম এ আজিজ সড়কের পতেঙ্গামুখী লেনে একটি লরি থেকে কনটেইনার ছিটকে পাশে থাকা একটি চলন্ত রিকশার ওপর পড়ে। এ সময় চাপা পড়ে রিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত ও গুরুতর আহত হন রিকশাচালক। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কনটেইনারের নিচ থেকে দু’জনের মরদেহ এবং রিকশাচালককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কনটেইনারচাপায় রিকশাটি দুমড়েমুচড়ে গেছে।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা