, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভিনদেশী ছবি এলে বাংলাদেশে আরেকটা বাপ্পী, আরেকটা সুপারস্টারের জন্ম হবে না: বাপ্পী 

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৩ ০৮:০১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৩ ০৮:০১:৫৯ অপরাহ্ন
ভিনদেশী ছবি এলে বাংলাদেশে আরেকটা বাপ্পী, আরেকটা সুপারস্টারের জন্ম হবে না: বাপ্পী 
এবার ভারতের সঙ্গে একযোগে বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘জওয়ান’। এতে করে ‘অন্তর্জাল’ এবং ‘দুঃসাহসী খোকা’ দুটি ছবির মুক্তি পিছিয়ে গেছে। এ বিষয়টি মোটেও ভালো ভাবে নিচ্ছেন না ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তিনি মনে করেন, এদেশে যারা নীতি নির্ধারক তাদের বিষয়টি নিয়ে ভাবা উচিত।

বাপ্পী বলেন, ভিনদেশী সিনেমা আসায় বাংলাদেশের সিনেমাতে প্রভাব পড়ছে কিনা সেটা সবাই দেখতে পাচ্ছেন। তাই আমি বলতে চাই, পরবর্তীতে আমাদের ছবি মুক্তি দেওয়ার আগে একটু খোঁজখবর নিয়ে প্ল্যান করা উচিত যে কবে কোন হিন্দি আসবে। নইলে আগামীতেও জওয়ানের মতো প্রভাব পড়বে। আমাদের দেশে এখন ভালো সিনেমা নির্মিত হচ্ছে। তাই আমি মনে করিনা যে জোর জবস্তি করে বাইরের ছবি এখানে আনতে হবে।

বাপ্পী চৌধুরী আরও বলেন, ভিনদেশী ছবিগুলো এভাবে এলে আমাদের দেশে শিল্পী তৈরি হবে না, আরেকটা বাপ্পীর জন্ম হবে না, আরেকটা নতুন সুপারস্টার আসবে না। কারণ, আমাদের প্রডাকশনগুলো সীমিত। তাই আমাদের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তাদের বিষয়টি নিয়ে ভাবা উচিত, কারণ আমরা সেই বড় জোনে নেই।

এর আগে গত রোজার ঈদে বাপ্পীর ‘শত্রু’ ছবি মুক্তি পায়। তিনি জানান, একাধিক ছবি মুক্তির অপেক্ষায় আছে। তিনি নিজেও ছবিগুলো মুক্তির পর দর্শকদের ফিডব্যাক দেখার অপেক্ষায় আছেন। বাপ্পীর মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে আছে কুস্তীগির, ঢাকা ৫৭০, সিক্রেট এজেন্টসহ আরও কিছু।
 
এ কথা প্রসঙ্গে বাপ্পী জানান, আগামী ভালোবাসা দিবসে তিনি ধামাকা প্রজেক্ট নিয়ে আসবেন। তিনি বলেন, ভ্যালেনটাইন ডে আমাকে কখনও নিরাশ করেনি। আমি আশা করবো, আগামী ভালোবাসা দিবস আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। দর্শকরা একেবারে বিশুদ্ধ ভালোবাসার গল্প দেখতে পারবে।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা