, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বৃষ্টি পিছিয়ে দিল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের টস

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৩ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৩ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন
বৃষ্টি পিছিয়ে দিল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের টস
এবার কাগজে-কলমে সুপার ফোরের ম্যাচ হলেও আজ আসলে এশিয়া কাপের সেমিফাইনাল হচ্ছে। ভারত আগেই ফাইনালে উঠে গেছে। এখন বাকি দলের অপেক্ষা। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই জয় পেয়েছে। আজ মুখোমুখি লড়াইয়ে যে জিতবে সে দলই আগামী রোববার ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে।
 
এশিয়া কাপে এর আগে ১৩টি টুর্নামেন্ট হলেও ফাইনালে কখনো ভারত-পাকিস্তানের দেখা হয়নি! এশিয়ান ক্রিকেট কাউন্সিল নিশ্চিত ভাবেই চাইবে আজ পাকিস্তান জিতুক। হাজার হলেও শুধু আর্থিক কারণে, টুর্নামেন্টের নিয়ম বদলে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল।

আজ অবশ্য পাকিস্তানের প্রতিপক্ষ আবহাওয়াও। পূর্বাভাস দেওয়া হয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯৬%। সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা কমে এলেও রাত ৮টার দিকে আবার বাড়ার সম্ভাবনা আছে। ফলে আজ বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার খুব ভালো সম্ভাবনা।

আর তা হলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে। এবং ভারতের বিপক্ষে ২২৮ রানে হেরে যাওয়া পাকিস্তান রান রেটে অনেক পিছিয়ে থাকায় তারাই বাদ পড়বে। এমন অবস্থায় আজ বৃষ্টি পাকিস্তানের জন্য দুশ্চিন্তার কারণ। এরই মধ্যে দুই দফা পিছিয়েছে টস।

স্থানীয় সময় আড়াইটায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা ২ টা ৫০ মিনিটে পিছিয়ে নেওয়া হয়। এর ফাঁকে রোদ ওঠায় দুই দল গা-গরমও করছিল। কিন্তু যখন টসের সময় হয়েছে তখন আবার বৃষ্টি নেমেছে। আবার মাঠ ঢেকে দেওয়া হচ্ছে। 
সর্বশেষ সংবাদ