, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পেরুকে ১৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৩ ০২:০২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৩ ০২:০২:৫৩ অপরাহ্ন
পেরুকে ১৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
এবার ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে কিছুদিন আগেই ঘাম ঝড়ানো জয় পেয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে কেবল একমাত্র গোল ব্যবধানে জয় পেয়েছিল সেলেসাওরা। তবে এবারে সেই পেরুর জালেই ১৫ গোল ঠুকে দিয়েছে ব্রাজিল। কিন্তু ম্যাচটি জাতীয় দলের নয়, সেটি অনূর্ধ্ব-২০ দলের।

এদিকে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পেরুকে ১৫-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিলের যুবারা। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের সেমিতে উঠে গেল ব্রাজিল। ‘সুদামেরিকানো সাব-২০’ নামে পরিচিত এই প্রতিযোগিতায় ব্রাজিলের এই জয়টি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

এদিকে ব্রাজিলের জয়ের দিনে জয় পেয়েছে আর্জেন্টিনাও। ইকুয়েডরকে তারা হারিয়েছে ৫-০ ব্যবধানে। তাদেরও নিশ্চিত হয়েছে সেমি ফাইনাল। ইনডোর ফুটবলের এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ব্রাজিল। এখন পর্যন্ত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে সেলসাওরা। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও তারা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস