, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে রাশিয়ার কথা বলা মানায় না: যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৩ ১২:৪০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৩ ১২:৪০:০৯ অপরাহ্ন
অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে রাশিয়ার কথা বলা মানায় না: যুক্তরাষ্ট্র
এবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকায় দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, যারা প্রতিবেশী দেশকে আক্রমণ করে নারী-শিশুসহ অসহায় মানুষের ওপর নির্বিচারে হামলা করছে, সেই রাশিয়ার মুখে অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে কথা বলাটা মানায় না।

গত মঙ্গলবার রাতে ওয়াশিংটনে ব্রিফিংয়ে ম্যাথু মিলারের কাছে ঢাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত বৃহস্পতিবার ঢাকা সফরকালে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি চর্চার প্রশংসা করেন।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ইন্দো-প্যাসিফিক কৌশলকে এ অঞ্চলে ন্যাটো সম্প্রসারণের চেষ্টা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘মার্কিন নীতি সম্পর্কে আমি বলব, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, মুক্ত, সমৃদ্ধ, নিবিড় এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলা।’

এদিকে ম্যাথু মিলার বলেন, ‘সাংবাদিকদের অবশ্যই কোনো ধরনের ভীতি, হয়রানি ও সহিংসতা ছাড়া কাজ করার সুযোগ করে দিতে হবে। বাংলাদেশের যেসব সাংবাদিক সরকারকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের নিবর্তনমূলক আচরণের বিষয়ে আমরা উদ্বিগ্ন। অন্য এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিক বৈঠকগুলোর বিষয়ে হোয়াইট হাউস বিবৃতি দিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ

আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ