চলতি এশিয়া কাপের সুপার ফোরে আজ 'সেমিফাইনাল'। কাগজে-কলমে আরেকটি ম্যাচ বলা হলেও এটাই সত্যি। কারণ, আজ যে জিতবে সে দলই আগামী রবিবার ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে। আর এশিয়ান ক্রিকেট কাউন্সিল নিশ্চিত ভাবেই চাইবে আজ পাকিস্তান জিতুক। হাজার হলেও শুধু আর্থিক কারণে, টুর্নামেন্টের নিয়ম বদলে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল।
ফাইনালের মঞ্চেও এ দুই দলকে পেলে অর্থের ঝনঝনানি আরও স্পষ্টভাবে শুনতে পারবে এসিসি। এতে একটি রেকর্ডও হবে। কারণ, এশিয়া কাপে এর আগে ১৩টি টুর্নামেন্ট হলেও ফাইনালে কখনো ভারত-পাকিস্তানের দেখা হয়নি! কিন্তু কথা হলো, এত গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কিনা। এবার বৃষ্টি এশিয়া কাপে শ্রীলঙ্কা পর্বের প্রতি ম্যাচেই প্রভাব ফেলেছে।
বৃষ্টিতে গ্রুপ পর্বের ভারত পাকিস্তান ম্যাচ ভেসে গেছে। ভারত-নেপাল ম্যাচেও বৃষ্টি ম্যাচের দৈর্ঘ কমিয়েছে। দুই দলই ভারতের কাছে হেরেছে, ওদিকে বাংলাদেশের বিপক্ষে জিতেছে। ফলে আজ যে জিতবে সেই যাবে ফাইনালে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ স্থানীয় সময় দুপুর ২টা, বিকেল ৫টা ও রাত ৮টায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯৬%।
আজ সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা কমে এলেও রাত ৮টার দিকে আবার বাড়ার সম্ভাবনা আছে। ফলে আজ বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার খুব ভালো সম্ভাবনা। আর তা হলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে। এবং ভারতের বিপক্ষে ২২৮ রানে হেরে যাওয়া পাকিস্তান রান রেটে অনেক পিছিয়ে থাকায় তারাই বাদ পড়বে।