, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৩ ১১:০৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৩ ১১:০৫:১১ পূর্বাহ্ন
মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুন দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগুনের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এর আগে রাত পৌনে ৪ টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। পাশাপাশি যোগ দিয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বাড়ছে। ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ।
 
স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। এখনো টিনশেডের অনেকাংশেই আগুন জ্বলছে। এছাড়া কিছুক্ষণ পর পর এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।এদিকে ঘটনাস্থলে পানির সঙ্কট দেখা দেয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
 
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সাংবাদিকদের জানান, রাত পৌনে ৪ টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩ টা ৫২ মিনিটে। প্রথমে ৭ টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে দেয়া হয়। তবে এখনও পর্যন্ত কোনো হতাহত খবর পাওয়া যায়নি নাই।
সর্বশেষ সংবাদ
অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা!

অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা!