আবারও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে দুপুরের খাবার খেলেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। গতকাল বুধবার ১৩ সেপ্টেম্বর দুপুর সোয়া ১টার দিকে দুই সহযোগীসহ রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
এ সময় ধারণ করা একটি ভিডিও ক্লিপে মধ্যাহ্নভোজ করতে দেখা যায় হিরো আলমকে। তাকে বলতে দেখা গেছে, এটা ঠিক না। দু’রকম খাবার দিচ্ছেন, ঠিক নাকি? অপু আসলে অনেক খাবার দিছেন, নেতা আসলে অনেক কিছু খেতে দিছেন। আমাদের খালি আলু ভর্তা, ডাল, ভাজি দিছেন, মাছ দিছেন।
এ সময় হিরো আলমের সঙ্গীরা তার কথায় সায় জানান। জানা যায়, কে বা কারা হিরো আলমকে হত্যার হুমকি দিয়েছে। এ কারণে নিরাপত্তা শঙ্কার জন্য তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেই ডিবি কার্যালয়ে যান।
এর আগে গত মঙ্গলবার ১২ সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম। ভিডিওতে তিনি বলেন, ‘সোমবার ১১ সেপ্টেম্বর রাত ৮টা ৫২ মিনিটে মোবাইল ফোনে আমার (হিরো আলম) কাছে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’