এবার ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ার দারনা শহরে বসবাসরত ছয় বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। গতকাল বুধবার ১৩ সেপ্টেম্বর লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
এদিকে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের মধ্যে রাজবাড়ি জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব রয়েছেন। তবে বাকি দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া দারনা শহরে বসবাসরত আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে।
পোস্টে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল নম্বর: +২১৮৯১৮৫৮০৯৮৯) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার এক ভিডিও বার্তায় জানান, আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারের বিষয়ে স্থানীয় প্রশাসন, আইসিআরসি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া অজ্ঞাত দুই জনের নাম ও ঠিকানা জানার জন্যও দূতাবাস চেষ্টা চালাচ্ছে।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে ৬ জন নিহতের তথ্য জানানো হয়। তিনি আরও জানান, দুর্যোগ কবলিত লিবিয়ার জন্য বাংলাদেশ জরুরি ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠাবে। তা দেশটির কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত লিবিয়ায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত মারা গেছে অন্তত ৬ হাজার মানুষ। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০ হাজার। উপকূলীয় শহর দারনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।