, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সাকিব

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৩ ০৫:৫৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৩ ০৫:৫৬:৩৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সাকিব
চলতি এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব আল হাসান কেন ফিরেছেন, তা নিয়ে ছিল জল্পনা! অনুমান করা হচ্ছিল, সাকিব দূতিয়ালীর কোনো অনুষ্ঠানে যোগ দেবেন, তেমনটা হয়েছেও। এ জন‌্য বিশেষ গোপনীয়তা রক্ষা করা হয়েছে। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ নিয়ে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরেন সাকিব।

গত সোমবার ১১ সেপ্টেম্বর সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার পর সাকিব সংসদে হাজির হন। প্রথমে সেখানে ১৫ মিনিটের মতো অপেক্ষা করেন তিনি। এরপর বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন অধিবেশনে যোগ দেন।

সাকিব অপেক্ষা করেন প্রধানমন্ত্রীর লবিতে। তাকে অনেকটা সময় লবিতে একা পাওয়া যায়। সন্ধ্যা সাড়ে ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে প্রবেশ করেন। ২০ মিনিট পর সাকিব প্রধানমন্ত্রীর লবি থেকে বেরিয়ে আসেন। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

এদিকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। এ জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ