, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বৃহস্পতিবার থেকে সয়াবিন তেল ১০০, চি‌নি ৭০ টাকা!

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৩ ০৫:৪১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৩ ০৫:৪১:১৬ অপরাহ্ন
বৃহস্পতিবার থেকে সয়াবিন তেল ১০০, চি‌নি ৭০ টাকা! ছবি: সংগৃহীত
দেশব্যাপী ১০০ টাকা দরে প্র‌তি লিটার বোতলজাত সয়াবিন তেল এবং প্র‌তি‌ কে‌জি চি‌নি ৭০ টাকায় বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর পাশাপাশি ন্যায্যমূল্যে মসুর ডাল ও চাল বি‌ক্রি কর‌বে সংস্থাটি।

বৃহস্পতিবার থেকে মাসজুড়ে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কা‌ছে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করবে টিসিবি। বৃহস্পতিবার ঢাকায় এ কার্যক্রম উদ্বোধন কর‌বেন বা‌ণিজ্যমন্ত্রী টিপু মুন‌শি।

বুধবার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবি জানায়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল) দি‌তে সারাদেশে সেপ্টেম্বর মাসের বিক্রয় কার্যক্রম শুরু হ‌য়েছে। ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

টিসিবি সূত্র বলছে, একজন ফ্যামিলি কার্ডধারী ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে পরিচালনা করা হবে।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর