মোবাইল ফোনে হুমকির অভিযোগ নিয়ে আবারও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সহযোগিদের নিয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় ডিবি কার্যালয়ে বসে দুপুরে সহযোগিদের নিয়ে খাবার খেতেও দেখা গেছে তাকে।
ডিবি কার্যালয়ে প্রবেশ করার আগে হিরো আলম সাংবাদিকদের বলেন, সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টা ৫২ মিনিটে মোবাইল ফোনে আমার কাছে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কিন্তু তারপর কোনও ব্যবস্থা নেয়নি হাতিরঝিল থানা পুলিশ। আমি কয়েকবার ফোন দিয়েছি। তারা আমার ফোন ধরেনি। তাই আজ আমি ডিবিতে যাচ্ছি। ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করবো অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতি সম্পাদকের পদ পেয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম।