এবার দারুণ ছন্দে রয়েছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে গোলের দেখাও পাচ্ছেন তিনি। তার দলও জিতে চলছে। যে কারণে তারকা এ ফরোয়ার্ডকে আটকে রাখার কৌশল নিয়েই আজ বুধবার সকালে মাঠে নামে পেরু। লিমার ন্যাশনাল স্টেডিয়ামে ২০২৬ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের এ ম্যাচে দলটি তাদের এ কৌশলে সফল হলেও ব্রাজিলের জয় আটকে পারেনিঠ। ম্যাচের ৯০তম মিনিটে ব্রাজিলের জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার মারকিনিওস।
আগামী ২০২৬ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার সকালে ব্রাজিল জিতেছে ১-০ গোলে। ম্যাচের ৯০ মিনিটে নেইমারের ইনসুইং কর্নার থেকে মারকিনিওসের হেডে গোলটি হয়। এরফলে বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রইল ব্রাজিল। এর আগেও দুবার বল পাঠিয়েছিল ব্রাজিল। ২৯ মিনিটে ব্রুনো গিমারেজের ক্রস থেকে হেডে গোল করেছিলেন ব্রাজিল স্ট্রাইকার রিচার্লিসন।
কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রায় পাঁচ মিনিট ধরে গোলটি পরীক্ষা-নিরীক্ষার পর রায় দেন, রিচার্লিসন ইঞ্চিখানেক ব্যবধানে অফসাইড ছিলেন। বলিভিয়ার জালে ৫ গোল দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই শুরু করেছে ব্রাজিল। আজ দ্বিতীয় ম্যাচে পারফরম্যান্সের দিক থেকে তার ধারেকাছেও ছিল না ফার্নান্দো দিনিজের দল। রিচার্লিসনকে সামনে রেখে পেছনে বাঁ পাশে রদ্রিগো, মাঝে নেইমার ও ডানে রাফিনিয়াকে রেখে আক্রমণভাগ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ দিনিজ।
কিন্তু এই আক্রমণভাগ পেরুর রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি। প্রথমার্ধে বল দখল ও পাসিংয়ে এগিয়ে থেকেও পেরুর গোলমুখ খুলতে পারেননি নেইমার-রিচার্লিসনরা। ১৭ মিনিটে যেমন রাফিনিয়া ফিরতি বলে নেওয়া শটে পেরুর জালে বল পাঠালেও এ যাত্রায়ও গোল হয়নি। কারণ আর কি, সেই অফসাইড-ই! প্রথমার্ধের শেষ দিকে (৪৪ মিনিট) পেরু গোলরক্ষক পেদ্রো গ্যালাসে নেইমারের জোরাল একটি শট রুখে দেন।
বিরতির পর গোলের খোঁজে ৬৪ মিনিটে রিচার্লিসনকে তুলে গ্যাব্রিয়েল জেসুসকে নামান ব্রাজিল কোচ দিনিজ। তাতেও কাজের কাজ কিছু হয়নি। তবে ম্যাচের একবারে শেষ মুহূর্তে দারুন একটি গোল করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন মারকিনিওস। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এ নিয়ে ২ ম্যাচই জিতে মোট ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল ব্রাজিল। তাদের সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা।