, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পরীক্ষার মাঝে প্রসব বেদনা, কেন্দ্রেই সন্তান জন্ম দিলেন সুইটি

  • আপলোড সময় : ১২-০৯-২০২৩ ০৪:৪৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৩ ০৪:৪৪:৫৫ অপরাহ্ন
পরীক্ষার মাঝে প্রসব বেদনা, কেন্দ্রেই সন্তান জন্ম দিলেন সুইটি ছবি: সংগৃহীত
পরীক্ষা কেন্দ্রেই মা হয়েছেন সুইটি নামে এক আলীম পরীক্ষার্থী। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের নান্দাইলের ঘোষপালা ফাজিল মাদরাসা কেন্দ্রের ভেতরে তিনি কন্যাসন্তান প্রসব করেন।

সুইটি আক্তার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বালুরচর গ্রামের ইমদাদুল হকের স্ত্রী এবং উপজেলার নিবিয়াঘাটা মাদরাসা থেকে এবার আলীম পরীক্ষা দিচ্ছিলেন।

স্থানীয়রা জানান, ইমদাদুল হকের সঙ্গে প্রায় চার বছর আগে সুইটি আক্তারের বিয়ে হয়। এর মধ্যে তিনি অন্তঃসত্ত্বা হন। এ অবস্থায় তিনি মঙ্গলবার নান্দাইল উপজেলার ঘোষপালা ফাজিল মাদরাসা কেন্দ্রে আসেন ইসলামী ইতিহাস পরীক্ষায় অংশ নিতে। পরীক্ষার প্রায় দু’ঘণ্টা চলে গেলে হঠাৎ সুইটির প্রসববেদনা ওঠে। পরে পরীক্ষা কেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দেন সুইটি। পরে নবজাতকসহ সুইটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

কেন্দ্রের সচিব আবুল হাসান এনামুল হক জানান, পরীক্ষার দু’ঘণ্টা চলাকালীন অবস্থায় ঐ ছাত্রীর প্রসববেদনার কথা জানতে পেরে সার্বিক ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছিল। এরইমধ্যে কেন্দ্রেই সন্তান প্রসব হলে সার্বিক নিরাপত্তা দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
সর্বশেষ সংবাদ
ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান

ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান