, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ , ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ২

  • আপলোড সময় : ১২-০৯-২০২৩ ০৪:৩০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৩ ০৪:৩০:৫৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ২ প্রতীকী ছবি
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) সলঙ্গা থানার নলকা মোড়স্থ পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, সলঙ্গা থানার নলকা মধ্যপাড়া গ্রামের মৃত শাহেদ আলী ফকিরের ছেলে জিন্নাহ ফকির (৪৫), পিতা-মৃত শাহেদ আলী ফকির ও গণি শেখের ছেলে সাখাওয়াত হোসেন (৪০)।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের দিক নির্দেশনা ডিবি পুলিশের এসআই নাজমুল হকের নেতৃত্বে নলকা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাদের তল্লাশি চালিয়ে (৪৬০+৪০)=৫০০(পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে ২শ পিস ইয়াবা ফেলে রেখে পালিয়ে যায় নলকা ঝাকড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে হানিফ (২৮)। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
 
সর্বশেষ সংবাদ
গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা