, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


অক্সিজেন টিউব নিয়ে বলিভিয়াতে আর্জেন্টিনা দল, আজ মেসির খেলা নিয়ে শঙ্কা

  • আপলোড সময় : ১২-০৯-২০২৩ ১২:৩৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৩ ০৫:৪৩:৩৫ অপরাহ্ন
অক্সিজেন টিউব নিয়ে বলিভিয়াতে আর্জেন্টিনা দল, আজ মেসির খেলা নিয়ে শঙ্কা
আগামী ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে আজ বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ বলিভিয়ার চেয়ে বরং লাপাজের উচ্চতা নিয়েই বেশি চিন্তিত বিশ্বচ্যাম্পিয়নরা। অক্সিজেন টিউব নিয়ে বলিভিয়ার রাজধানীতে আর্জেন্টাইন ফুটবলারদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোই সাড়া ফেলেছে। এই প্রতিকূল পরিবেশে আবার লিওনেল মেসিকে না পাওয়ার শঙ্কা রয়েছে আর্জেন্টিনার।আর্জেন্টিনা এবং বলিভিয়ার মধ্যকার আজকের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ২টায়। বিশ্বচ্যাম্পিয়নদের এই খেলা সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল।

আজ মঙ্গলবার গভীর রাতে আর্জেন্টিনার ম্যাচের কয়েক ঘণ্টা পর আরেক লাতিন পরাশক্তি ব্রাজিলও নামছে বিশ্বকাপ বাছাইয়ে। বাংলাদেশ সময় বুধবার সকালে লিমাতে পেরুর মুখোমুখি হবেন নেইমাররা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬২৫ মিটার উচ্চতায় অবস্থিত বলিভিয়ার রাজধানী লাপাজ। সমতলের মানুষ সেখানে গেলে অক্সিজেন স্বল্পতায় ভোগেন।

যেখানে শ্বাস-প্রশ্বাস নিতেই কষ্ট হয়, সেখানে ফুটবল খেলতে তো সমস্যা হবেই। তাই লাপাজে খেলাটা বিশ্বের যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। ২০০৯ সালে এই শহরে ৬-১ গোলে বলিভিয়ার কাছে হেরেছিল আর্জেন্টিনা। তাই আর্জেন্টিনা আজ পরিষ্কার ফেভারিট নয়।  গত সপ্তাহে ব্রাজিলে গিয়ে ৫-১ গোলে হেরে এসেছে বলিভিয়া। আর্জেন্টিনাকে হারিয়ে পয়েন্টের খাতা খুলতে চায় তারা।

তবে কাজটা মোটেও সহজ হবে না। দারুণ ছন্দে আছে আলবেসেলেস্তেরা। বিশ্বকাপে সৌদি আরবের কাছে পরাজয়ের পর টানা ১১ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। এই দুরন্ত ছন্দের মূল যে কারিগর, সেই মেসির বলিভিয়ার বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মেসি নিজেই কোচকে ইঙ্গিত করেছিলেন, তাঁকে তুলে নেওয়ার জন্য। এভাবে তাঁর মাঠ ছাড়া দেখে অনেকেই চোটের শঙ্কা করছেন।