, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এবার সরানো হলো শাহবাগ থানার পরিদর্শককে

  • আপলোড সময় : ১২-০৯-২০২৩ ১১:৩১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৩ ১১:৩১:০২ পূর্বাহ্ন
এবার সরানো হলো শাহবাগ থানার পরিদর্শককে ফাইল ছবি
থানায় নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফাকে প্রত্যাহার করা হয়েছে। শাহবাগ থানা থেকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর-লাইনওআরে বদলি করা হয়েছে তাকে। তার জায়গায় শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করবেন ডিবি গুলশান বিভাগের পরিদর্শক মো. আরশাদ হোসেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. গোলাম মোস্তফাকে ডিএমপির লাইনওআর কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে। অন্যদিকে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে ডিবি গুলশান বিভাগের পরিদর্শক মো.আরশাদ হোসেনকে। এ আদেশ দ্রুত কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় ২ নেতাকে নির্যাতনের ঘটনায় রোববার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে সংযুক্ত করা হয়। একই দিন সন্ধ্যায় পুনরায় জানানো হয়, এডিসি হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। 

পরদিন সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন