, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমি জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ অর্ধেক ফাঁকা হয়ে যাবে: শামীম ওসমান

  • আপলোড সময় : ১১-০৯-২০২৩ ০৬:১৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৩ ০৬:১৪:১২ অপরাহ্ন
আমি জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ অর্ধেক ফাঁকা হয়ে যাবে: শামীম ওসমান
আমি সকালে ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর অর্ধেক ফাঁকা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। আজ সোমবার ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় শামীম ওসমান বলেন, রাজনীতিতে কিছু হিসাব নিকাশের বিষয় আছে। আমি যে সব জানি তা না। তবে খোঁজ খবর রাখি। ওরা ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। ওরা তারাই যারা স্বাধীনতার সময় ত্রিশ লাখ মানুষের জীবন নিয়েছিল। দুই লাখ মা-বোনের সম্ভ্রম নিয়েছিল। ওরা ইসলামের কথা বলে মানুষ জবাই করেছিল। আমরা কী এই জন্য মাঠে নামবো? না এই জন্য মাঠে নামবো না। নামবো স্বাধীনতার স্বপক্ষের শক্তির জানান দিতে। কী লজ্জা আমাদের, শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ রক্ষা করতে আমাদের এক হতে হয়। এই বয়সে মুক্তিযোদ্ধাদের রাস্তায় নেমে স্লোগান দিতে হয়।
  
তিনি আরও বলেন, সেই সময়ে মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়েছিলেন, ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।’ আর আজ আমাদের স্লোগান ধরতে হয়, ‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো।’

তিনি বলেন, নারায়ণগঞ্জে একজন আছে পলিটিক্যাল প্রস্টিটিউট। তিনি বলেছেন পুলিশ ছাড়া নামতে। আমি পুলিশের কাছে অনুরোধ করছি আপনাদের যত পুলিশ আছে, সব তাদের পক্ষে যান। সব নিয়ে ঘোষণা করেন পুলিশ আমাদের পক্ষে আছে, তারপর ২৪ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ ছাড়া করে দেবো। আমি বলি আগামী নির্বাচনে শেখ হাসিনাই হবেন সরকার প্রধান।
 
তিনি আরও বলেন, সেদিন নারায়ণগঞ্জের মানুষ দেখিয়ে দেবো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। আপনারা ১৬ তারিখ দেখিয়ে দেবেন। আমরা এমন আওয়াজ তুলবো যা সারাদেশে ছড়িয়ে পড়বে। 
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া