, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মরক্কোর ভূমিকম্পে ভেঙে পড়েছেন নোরা, দেশের মানুষের জন্য করছেন প্রার্থনা

  • আপলোড সময় : ১১-০৯-২০২৩ ০২:১৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৩ ০২:১৪:৩৩ অপরাহ্ন
মরক্কোর ভূমিকম্পে ভেঙে পড়েছেন নোরা, দেশের মানুষের জন্য করছেন প্রার্থনা
এবার ভূমিকম্পে ছারখার নিজ দেশ। ধ্বংসাবশেষ থেকে আর্তনাদ। লাশের পাহাড়। জন্মভূমি এমন ভয়াবহ পরিস্থিতি দেখে মুম্বাইয়ে বসে চোখের জল ফেলছেন মরোক্কান সুন্দরী বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। দেশের মানুষের জন্য করছেন প্রার্থনা।

এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে শোকাহত অভিনেত্রীর লিখেছেন, ‘মরক্কোয় ভূমিকম্পের খবর শুনে ভেঙে পড়েছি। কত শহর ছারখার হয়ে গেছে। কত মানুষের প্রাণ গেছে। মরক্কোর মানুষের কথা ভেবে আমার হৃদয় ভারাক্রান্ত। সবাই সুরক্ষিত থাকুক, এটাই প্রার্থনা করছি। খুব ভয়ানক পরিস্থিতি। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবার, বন্ধুবান্ধব-স্বজনরা সবাই সুরক্ষিত রয়েছেন। যারা কাছের মানুষকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।’ সেই সঙ্গে প্রার্থনার ইমো জুরে দিয়ে লিখেছেন, ইয়া রব রক্ষা করো।

প্রসঙ্গত, মরক্কোয় ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল জারি। মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। জখম অন্তত আরও ২ হাজার। চলছে উদ্ধারকাজ। তবে এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে মরক্কোর এই ভয়াবহ বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছে প্রায় সব রাষ্ট্র। আর্থিক সাহায্য থেকে উদ্ধারকার্যে প্রযুক্তিগত সাহায্যে এগিয়ে এসেছে তারা। শোকপ্রকাশ করেছেন তাবড় রাষ্ট্রনেতারাও। এদিকে নিজের দেশের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে আল্লার কাছে প্রার্থনা করছেন নোরা ফাতেহি।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা