, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


যৌন হয়রানির অভিযোগে ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা

  • আপলোড সময় : ১০-০৫-২০২৩ ১০:২৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৩ ১০:২৬:৪৫ পূর্বাহ্ন
যৌন হয়রানির অভিযোগে ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা
এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে লেখিকা জেন ক্যারলকে যৌন হয়রানি ও মানহানির অভিযোগ প্রমাণিত হয়েছে। এই মামলার শাস্তি হিসেবে ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা করেছে ম্যানহাটন আদালত। তবে ট্রাম্পের বিরুদ্ধে ক্যারলকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি।

আজ বুধবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। রায়ের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এই রায়কে অপমানজনক উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, তিনি ক্যারল সম্পর্কে একেবারেই কিছু জানেন না।

রায়ের বিরুদ্ধে ট্রাম্প আপিল করবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিভেন চেউং। রায় ঘোষণার পর ক্যারল এক লিখিত বিবৃতিতে বলেন, 'বিশ্ব আজ সত্য জানতে পেরেছে। এই বিজয় শুধুমাত্র আমার জন্য নয়, এটি সব ভুক্তভোগী নারীর বিজয়।'

এদিকে লেখিকা ক্যারলের অভিযোগ, ১৯৯০ সালে একটি দোকানে ডোনাল্ড ট্রাম্প তাকে যৌন হয়রানি করেন। সেই সাথে হয়রানির বিষয়টি অস্বীকার করে তার মানহানিও করেন ট্রাম্প।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস