, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পদত্যাগ করলেন চুমুকাণ্ডে জড়িত সেই লুইস

  • আপলোড সময় : ১১-০৯-২০২৩ ১২:০৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৩ ১২:০৬:২৭ অপরাহ্ন
পদত্যাগ করলেন চুমুকাণ্ডে জড়িত সেই লুইস
এবার আর কোনো রাস্তা খোলা না পেয়ে অবশেষে পদত্যাগ করলেন লুইস রুবিয়ালেস। চুমুকাণ্ডে জড়িত স্পেন ফুটবল ফেডারেশনের এই সভাপতির পদত্যাগ নিয়ে এতদিন সরগরম ছিল ফুটবল অঙ্গন। আজ সোমবার ১১ সেপ্টেম্বর ফুটবল বিষয়ক জনপ্রিয় মাধ্যম গোল ডটকম একটি টিভি সাক্ষাতকারের বরাত দিয়ে লুইস রুবিয়ালেসের পদত্যাগের বিষয়টি জানায়।

খবরে বলা হয়েছে, শুধু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকেই নয়, উয়েফার নির্বাহী কমিটির সহ-সভাপতির আসনও ছেড়ে দিচ্ছেন রুবিয়ালেস। পদত্যাগের বিষয়ে লুইস রুবিয়ালেস বলেছেন, ‘আমার পরিবারের সকলেই আমার অবস্থান সম্পর্কে জানে। সবকিছু চিন্তা করে স্পেনের ফুটবলের জন্য আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি আর এসকল দায়িত্ব পালন করতে পারব না।’

রুবিয়ালেস আরও বলেছেন, এই ঘটনায় আমার মেয়ে, পরিবার এবং যারা আমাকে ভালোবাসে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি নিজের ওপরে ভরসা রেখেছি। সত্যের জয়ের জন্য আমি লড়াই করে যাব। গত ২০ আগস্ট নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। পুরস্কারমঞ্চে স্প্যানিশ ফুটবলার হারমোসোকে প্রকাশ্যে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস।

এরপর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে। ইতোমধ্যে এ ঘটনায় রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার হারমোসো। এছাড়াও চুমুকাণ্ডের ঘটনায় স্পেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের তারকারা রুবিয়ালেসকে নিয়ে সমালোচনা করেছেন। ক্ষোভ জানিয়েছেন স্পেনের সাবেক ও বর্তমান ফুটবলাররাও।

এমনকি বিশ্বকাপজয়ী ২৩ ফুটবলারসহ স্পেনের ৮১ জন খেলোয়াড় জানিয়েছিলেন, রুবিয়ালেস দায়িত্বে থাকলে তারা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। তবে এতকিছুর পরেও দায়িত্ব ছাড়বেন না বলে জানিয়েছিলেন রুবিয়ালেস। কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত পাল্টে দায়িত্ব ছাড়তে হলো তাকে। 
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা