, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গিটার আর ড্রামের আধিপত্য ছিল 'চার্জ-আপ বাংলাদেশ' কনসার্ট

  • আপলোড সময় : ১১-০৯-২০২৩ ১১:১১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৩ ১১:১১:৫২ পূর্বাহ্ন
গিটার আর ড্রামের আধিপত্য ছিল 'চার্জ-আপ বাংলাদেশ' কনসার্ট
তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে শেষ হলো ইনফিনিক্স নোট ৩০ সিরিজ আয়োজিত 'চার্জ-আপ বাংলাদেশ' কনসার্ট। টাইগারদের অনুপ্রেরণা জোগাতে শুক্রবার ৮ সেপ্টেম্বর কেআইবি কমপ্লেক্সে আয়োজন করা হয় এই কনসার্ট। হলভর্তি শত শত ক্রিকেট ও সঙ্গীত অনুরাগী শেষ মুহূর্ত পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।

বারবার ‘চার্জ-আপ বাংলাদেশ’ স্লোগান উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের সঞ্চালক জুলহাজ জুবায়ের এবং উপস্থিত দর্শকরা কেআইবি মিলনায়তনে একটি অসাধারণ পরিবেশ সৃষ্টি করেন।

জনপ্রিয় ব্যান্ড ম্যানবটস, দ্য লং রোড, মরুভূমি এবং শিরোনামহীনের চমৎকার পরিবেশনা ভক্তরা উপভোগ করেন। শিরোনামহীনের বিখ্যাত গান ‘আবার হাসিমুখ’-এর মধ্য দিয়ে কনসার্ট শেষ হয়।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস