এবার বৃষ্টির কারণে গতকাল শেষ হতে পারেনি ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের ইনিংসের ২৫তম ওভারে বৃষ্টি নামার পর সেই যে খেলা থেমেছে, তা আর শুরু করা যায়নি। টুর্নামেন্টের মাঝপথে নিয়ম বদলে রিজার্ভ ডে রাখায় আজ আবার মাঠে নামার সুযোগ পাবে দুই দল। ২৪.১ ওভারের পর থেকে শুরু হবে ভারতের ইনিংস।
গতকাল ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান তুলেছিল ভারত। পরে বৃষ্টি থামলেও ম্যাচ শুরু করার মতো পরিস্থিতি সৃষ্টি হতেই আবার বৃষ্টি নামে। এদিকে বৃষ্টি বিরতিতেই এক কাণ্ডে ভারত, পাকিস্তান ও নিরপেক্ষ দর্শকদের মন জিতে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলেই দেশে গিয়েছিলেন যশপ্রীত বুমরা।
নিজের প্রথম সন্তানের জন্মের সময়টা স্ত্রীর পাশে থেকেছেন এই ভারতীয় পেসার। পুত্র সন্তান অঙ্গদ যশপ্রীত বুমরাকে রেখে আবার এশিয়া কাপে খেলতে এসেছেন যশপ্রীত। গতকালের জন্য ম্যাচ স্থগিত হওয়ার ঘোষণা এলে, শাহিন শাহ আফ্রিদি নতুন বাবার কাছে একটি উপহার নিয়ে যান। অঙ্গদের জন্য নেওয়া সেই উপহার বুমরার হাতে তুলে দিয়ে আফ্রিদি বলেন, ‘আল্লাহ তাকে সবসময় আনন্দে রাখুক। এবং ওকে নতুন বুমরা বানাক।’
এদিন উপহার পেয়ে বুমরা উচ্ছ্বসিত কণ্ঠে ধন্যবাদ দিয়েছেন আফ্রিদিকে। পাকিস্তান ক্রিকেটের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এমন এক ভিডিও সবদিকে ছড়িয়ে পড়েছে। মাঠে এমন চমৎকার এক মুহূর্তের জন্ম দেওয়ায় আফ্রিদির প্রশংসায় মেতে উঠেছেন সবাই।