, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অলস প্রতিযোগিতায় জিততে ২২ দিন ধরে শুয়ে আছেন ৭ প্রতিযোগি

  • আপলোড সময় : ১১-০৯-২০২৩ ০৯:৪৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৩ ০৯:৪৫:৩৪ পূর্বাহ্ন
অলস প্রতিযোগিতায় জিততে ২২ দিন ধরে শুয়ে আছেন ৭ প্রতিযোগি
এবার অদ্ভুত এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ইউরোপের বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রোতে। আর সেটি হলো সেরা অলস বেছে নেওয়ার প্রতিযোগিতা। এরই মধ্যে প্রতিযোগিতার শেষ ধাপ শুরু হয়েছে। শেষে এসে এখনো টিকে আছেন সাতজন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট বলছে, মন্টিনিগ্রোর উত্তরাঞ্চলের ব্রেজনা গ্রামে এই সাতজন একটি জায়গায় টানা ২২ দিন ধরে শুয়ে আছেন। যিনি বেশিদিন শুয়ে থাকতে পারবেন, তিনিই হবেন সেরা অলস। আর তাঁকে দেওয়া হবে ১ হাজার ডলার।

আয়োজক কমিটির প্রধান রাদোনজা ব্লাগোজেভিক বলেন, ১২ বছর আগে আদ্রিয়াটিক কাউন্টির গ্রামটিতে এই প্রতিযোগিতার রেওয়াজ শুরু হয়। একটানা শুয়ে থাকার ক্ষেত্রে গত বছর রেকর্ড হয়। ১১৭ ঘণ্টা শুয়ে থেকে এই রেকর্ড গড়েছিলেন বিজয়ী। এবার ১৫ দিন আগেই সেই রেকর্ড ভেঙে গেছে।

এদিকে সংবাদমাধ্যম সিজিটিএন বলছে, রোববার (১০ সেপ্টেম্বর) ২৩তম দিনেও শুয়ে ছিলেন এই সাতজন। গত বছরের বিজয়ী ৩৮ বছর বয়সী দুব্রাভকা আকসিক এবারও জয়ের ব্যাপারে আশাবাদী।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া