, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ , ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ১০-০৯-২০২৩ ০৮:২৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৩ ০৮:২৬:০২ অপরাহ্ন
ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফাইল ছবি
দুই দিনের সফরে আজ ১০ সেপ্টেম্বর দিল্লির জি-২০ সম্মেলন শেষে রাত ৮ টার দিকে ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ৩৩ বছর পরে ফ্রান্সের কোনও প্রেসিডেন্টের এটিই প্রথম ঢাকা সফর।

তাকে বহনকারী বিমান সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাতে হোটেলে প্রধানমন্ত্রীর আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেবেন তিনি। পরে ‘জলের গান’ ব্যান্ডের শিল্পী রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করবেন ম্যাক্রোঁ।

সোমবার সকালে ধানমন্ডি লেক পরিদর্শন করে ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিকেলে ঢাকা ছাড়বেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

সফরকালে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্যাটেলাইট বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এর বাইরে অস্ত্র, উড়োজাহাজ ক্রয় এবং ইন্দো-প্যাসিফিক ইস্যুতে উভয় পক্ষের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।

ফরাসী প্রেসিডেন্টের এ সফরকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে থাকছেন ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী কেথেরিন কলোন্না।

ফরাসী প্রেসিডেন্টের এই সফরের মধ্যদিয়ে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
গত ৯ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬৫ কোটি ডলার 

গত ৯ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬৫ কোটি ডলার