, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৩০ মিনিট বাড়ানো হলো ভারত-পাকিস্তান ম্যাচের শেষ করার সময়

  • আপলোড সময় : ১০-০৯-২০২৩ ০৮:১৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৩ ০৮:১৮:২২ অপরাহ্ন
৩০ মিনিট বাড়ানো হলো ভারত-পাকিস্তান ম্যাচের শেষ করার সময়
আজ বৃষ্টির কারণে বন্ধ রয়েছে এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। খেলা মাঠে গড়ানোর জন্য এই ম্যাচের কাট-অফ সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এশিয়া কাপের ম্যাচগুলোর নূন্যতম ২০ ওভারের খেলা বাংলাদেশ সময় রাত ১২টার মধ্যে শেষ করতে হতো। কিন্তু চলমান ভারত-পাকিস্তান ম্যাচ শেষ করার সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে।

অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত সময় রাখা হয়েছে হাইভোল্টেজ এই ম্যাচের জন্য। আগের ম্যাচগুলোতে নূন্যতম ২০ ওভারের জন্য খেলা শুরু করতে হতো বাংলাদেশ সময় ১০ টা ৫০ মিনিটের মধ্যে। সেই সময়েও এসেছে পরিবর্তন। ভারত-পাকিস্তান ম্যাচ শুরু করার সর্বশেষ সময় রাত ১১টা ৬ মিনিট। 

এর আগে, আজ রবিবার ১০ সেপ্টেম্বর টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের ওপর চড়া হন রোহিত ও গিল। দুই ওপেনার মিলে চার-ছক্কার ঝড় বইয়ে দেন। তাতে শুরুর ৫ ওভারেই ৩৭ রান তুলে ফেলে ভারত।

এদিকে ভারতের ওপেনিং জুটি ভাঙে ১২১ রানে। ৫৬ রান করা রোহিত শর্মাকে প্যাভিলিয়নে ফেরান শাদাব খান। ৫৮ রান করে আফ্রিদির শিকার হন গিল। 
দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস