, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নতুন কোনো পৌরসভা সিটি করপোরেশনে নেওয়ার পরিকল্পনা নেই

  • আপলোড সময় : ১০-০৯-২০২৩ ০৭:৩০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৩ ০৭:৩০:২৩ অপরাহ্ন
নতুন কোনো পৌরসভা সিটি করপোরেশনে নেওয়ার পরিকল্পনা নেই ফাইল ছবি
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সংসদে বলেছেন, দেশের নতুন কোনো পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। নতুন কোনো পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার আপাতত কোনো পরিকল্পনা নেই। সিটি করপোরেশনে উন্নীত করার জন্য বিভাগ হওয়া প্রয়োজন বলে জানান।

রবিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ময়মনসিংহ-১১ আসন আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টা ৪৮ মিনিটে অধিবেশন শুরু হয়।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. আব্দুল লতিফের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সিটি করপোরেশনের বর্জ্যকে আর্থিক সম্পদে পরিণত করার লক্ষ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এরই মধ্যে বেশি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ৮১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বসতবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্যকে আর্থিক সম্পদে রুপান্তর তথ্য ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ উৎপাদনের লক্ষ্যে আমিন বাজার ল্যান্ডফিলে ইনসিনারেশন প্ল্যান্ট স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে এ সংক্রান্ত চুক্তি সইও হয়েছে।

মন্ত্রী আরও জানান, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সিলেট, খুলনা, রংপুর সিটি করপোরেশন থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এছাড়া অন্য সিটি করপোরেশনসমূহেও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দ্রুত কার্যক্রম নেওয়া হবে।
সর্বশেষ সংবাদ