বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তির মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হচ্ছে। আইন মন্ত্রণালয় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আগামী ২৪ সেপ্টেম্বর শর্তসাপেক্ষে পাওয়া খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। গত সপ্তাহে পরিবারের পক্ষ থেকে তার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা হয়। এরপর সেটা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তির মেয়াদ শেষ হয়ে আসায় পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আমরা তাকে আগের মতো দুটি শর্তে সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধি করেছি।’
বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হন তিনি।
করোনা মহামারির মধ্যে তিন বছর আগে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে কারাদণ্ড ছয় মাস স্থগিত করার পর কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া।