, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপ বা বড় কোন টুর্নামেন্টে কখনই আহামরি ভালো করিনি : সাকিব

  • আপলোড সময় : ১০-০৯-২০২৩ ০৫:৩৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৩ ০৫:৩৫:৪১ অপরাহ্ন
বিশ্বকাপ বা বড় কোন টুর্নামেন্টে কখনই আহামরি ভালো করিনি : সাকিব
এশিয়া কাপের সুপার ফোর পর্বে টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারায় বাংলাদেশ। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ২১ রানে। এশিয়া কাপ থেকে বিদায় মোটামুটি নিশ্চিত হয়েই গিয়েছে। গত পাঁচ এশিয়া কাপের মধ্যে তিনটাতেই ফাইনালে ওঠা দলটা গতবারের মতো এবারও ফাইনালের আগেই বিদায় নিচ্ছে, বলে দেওয়াই যায়।
 
তবে, আন্তর্জাতিক টুর্নামেন্টে দলের এমন দশা দেখে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান একদমই আশ্চর্য হননি, ‘দ্বিপাক্ষিক সিরিজে আমরা সবসময় ভালোই করি। ২০১১ সাল থেকে সবসময় আমরা ভালো করেছি। আমাদের বড় পরীক্ষাগুলো হয় এসব টুর্নামেন্টে। যেখানে আমরা আহামরি ভালো করিনি। ০৭, ১১, ১৫, ১৯ এর সবগুলো বিশ্বকাপেই তিনটি করে ম্যাচ জিতেছি।’

তবে এ ব্যর্থতার মধ্যেও আশার আলো দেখছেন সাকিব, ‘আমরা হয়ত অনেক কথা বলতে পারি। যখনই রিয়েলিটি চেকটা হয় আমরা কিন্তু ফেইলই করেছি। একটা জিনিস ভালো ছিল বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটা হয়েছে। সবাই মিলে এখন চিন্তা করবে কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। তাহলে হয়ত আমাদের দলটা বেশ ভালো হবে।’
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া