, রবিবার, ৩০ জুন ২০২৪ , ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


কথা রেখেছেন হিরো আলম, ফিটনেসহীন গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে উদ্বোধন

  • আপলোড সময় : ১০-০৯-২০২৩ ১২:৪৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৩ ১২:৪৯:৫৪ অপরাহ্ন
কথা রেখেছেন হিরো আলম, ফিটনেসহীন গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে উদ্বোধন
চলতি বছরের শুরুর দিকে হবিগঞ্জের এক ব্যক্তির কাছ থেকে উপহার পাওয়া সেই মাইক্রোবাসটি অ্যাম্বুলেন্সে রূপান্তর করে ‘অ্যাম্বুলেন্স সার্ভিস’ চালু করলেন হিরো আলম। গতকাল শনিবার ৯ সেপ্টেম্বর বিকেলে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী গ্রামে হিরো আলমের বাড়িতে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়।

এ সময় হিরো আলম বলেন, মানুষের ভালবাসায় আলম থেকে আজ আমি হিরো আলম হয়েছি। হবিগঞ্জ থেকে উপহার পাওয়া মাইক্রোবাসটি আমি নিজে ব্যবহার করতে পারতাম অথবা বিক্রি করতে পারতাম। কিন্তু তা না করে এলাকার গরিব ও অসহায় মানুষের কথা চিন্তা করে অ্যাম্বুলেন্সে রূপান্তর করার ঘোষণা দেই।

তিনি আরও বলেন, দুইটি প্রতিষ্ঠান আমাকে আরও দুইটি অ্যাম্বুলেন্স দিবে। সেই অ্যাম্বুলেন্স দুটি আমি এলাকার মানুষের সেবার জন্য দিয়ে দিব। হিরো আলম বলেন, অ্যাম্বুলেন্সে ‘৯৯৯’ নাম্বার লেখা রয়েছে গরিব ও অসহায় মানুষ তাদের প্রয়োজনে ফোন করলে সেখানে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্সটি।

হিরো আলম বলেন, আমি এখনও কোনো দলে যোগ দেইনি। তবে আগামীতে যেকোন দল থেকে নির্বাচন করবো। তবে কোন দলের সাথেই আমার কথা হয়নি। তবে আগামী সংসদ নির্বাচনে বগুড়ার যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারি। হিরো আলম ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এর আগে গত ৭ ফেব্রুয়ারি হিরো আলমকে উপহার হিসেবে টয়োটা নোয়া ১৯৯৮ মডেলের মাইক্রোবাসটি উপহার দেন হবিগঞ্জ জেলার চুনারুঘাটের নরপতি গ্রামের অধ্যক্ষ মুখলিছুর রহমান।
অবসরের ঘোষণা দিলেন রোহিত-কোহলি

অবসরের ঘোষণা দিলেন রোহিত-কোহলি