, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুঃসংবাদ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৩ ১১:৪৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৩ ১১:৪৯:৫৫ পূর্বাহ্ন
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুঃসংবাদ
আজ আবারও ভারত-পাকিস্তান মহারণ। গ্রুপ পর্বের মত সুপার ফোরেও রয়েছে বৃষ্টির শঙ্কা। প্রতিপক্ষের পেসারদের নিয়ে ভাবনায় টিম ইন্ডিয়া। ওয়ানডের সেরা ব্যাটার বাবর আজমের প্রশংসা করেছেন শুভমান গিল। অন্যদিকে স্নায়ু চাপ জয় করতে চায় পাকিস্তান। কলম্বোয় ম্যাচ শুরু দুপুর সাড়ে তিনটায়। পাল্লেকেলের মত প্রেমাদাসায় শঙ্কার কালো মেঘ, ভারত-পাকিস্তান ম্যাচে প্রকৃতির চোখ রাঙানি।

কলম্বোয় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৯০ শতাংশ। কোহলি-বাবর, আফ্রিদি-বুমরার দ্বৈরথ গড়াতে পারে রিজার্ভ ডেতে। সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ। পাকিস্তান যদিও বাংলাদেশকে হারিয়ে ফাইনাল খেলার সমীকরণ মেলাচ্ছে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, চারদিন পর সূর্যের দেখা মিলেছে। আমরা চেষ্টা করব দল হয়ে খেলার। কেউ ভালো না করলে বাকিদের সে ঘাটতি পূরণ করতে হবে।

এদিকে ভারতের ক্রিকেটার শুভমান গিল বলেন, বৃষ্টি আমাদের হাতে নেই। নিজেদের দিকে ফোকাস রাখছি। অন্য দলের মত একই পরিকল্পনা থাকবে পাকিস্তান ম্যাচে। নেটে আবদ্ধ বাবর পর্যবেক্ষণ করছেন সতীর্থদের অনুশীলন। ভাবনা অবশ্য টিম ইন্ডিয়াকে কি করে ফাঁদে ফেলা যায়। পাকিস্তান অধিনায়কের হাতে সময়ের সেরা চার পেসার। নতুন বলে শাহিন শাহ আফ্রিদি আগুন ঝরানো। হারিস রউফ, নাসিম শাহরাও ভয়ঙ্কর। শেষ ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙছে না ম্যান ইন গ্রিন।

ভারত একাদশে দেখা যাবে পরিবর্তন। প্রথমবার পিতৃত্বের স্বাদ পাওয়া জাসপ্রীত বুমরাহ মিস করেছিলেন নেপাল ম্যাচ। বুমরাহ ফেরায় মোহাম্মদ শামি যাচ্ছেন সাইডবেঞ্চে। পারফরম্যান্স বিবেচনায় উইকেটকিপার ব্যাটার ইষান কিষানকে বাদ দেয়া কঠিন টিম ম্যানেজমেন্টের জন্য। তাই তিন পেসারই হতে পারে রোহিত শর্মার ভরসা। প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে পাকিস্তানের পেস আর বারব আজমের প্রশংসায় পঞ্চমুখ শুভমান গিল। তাতে নিজ দেশে হয়েছেন সমালোচিত।
 
ভারতের ক্রিকেটার শুভমান গিল বলেন, পাকিস্তানের বোলিং আক্রমণের সঙ্গে আমরা বেশি পরিচিত নই। আফ্রিদির সুইং অনেক বেশি। নাসিম শাহও চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। বাবর বিশ্বমানের। আমরা তাকে শ্রদ্ধা করি। কোনো ক্রিকেটার এমন খেললে সেটা দেখতে ভালো লাগে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, শ্রীলঙ্কায় আমরা আড়াই মাস খেলেছিলাম। এলপিএলেও অনেকে অংশ নিয়েছি। এখন আবার এশিয়া কাপ। কন্ডিশন পরিচিত হওয়ায় ভারতের চেয়ে কিছুটা এগিয়ে থাকব।
 
এদিকে রেকর্ডের সামনে বাবর আজম। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ২০ সেঞ্চুরির মালিক সাঈদ আনোয়ারের চেয়ে এক সেঞ্চুরি দূরে। আর ভারতের তৃতীয় স্পিনার হিসেবে একদিনের ক্রিকেটে ২০০ উইকেট নেয়ার হাতছানি রবীন্দ্র জাদেজার সামনে। সে জন্য অবশ্য নিতে হবে তিন উইকেট। তবে ব্যক্তিগত অর্জনের চাইতে পাক-ভারত ম্যাচ মর্যাদার। আড্ডা আর দুষ্টুমিতে যতটা নির্ভার থাকা যায়।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস