, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কালীগঞ্জে রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৩ ০৪:৫৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৩ ০৪:৫৩:৩৭ অপরাহ্ন
কালীগঞ্জে রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ জিসি হতে বক্তারপুর মার্কেট ভায়া রাজনগর নয়াবাজার পর্যন্ত রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

 এ সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

 জানা গেছে, রাস্তার নির্মাণ কাজের প্রাক্কলিম মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৮১ লক্ষ ১৫ হাজার ৮৪৫ টাকা। গাজীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স আমজাদ ট্রেডার্স কাজটি করছে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান