ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ আশপাশের অঞ্চল। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, বিকেল ৪টা ১৮ মিনিটে অনুভূত এ কম্পনের মাত্রা ছিল ৪ দশদিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতে আসামের সোনাই থেকে ১৩ কিলোমিটার দূরে। বাংলাদেশ ও ভারত ছাড়াও মিয়ানমারে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে গুগল।
সিলেট আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করে জানায়, এর উৎপত্তিস্থল ভারতের আসাম।
এর আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে।